আন্তর্জাতিক ডেস্ক:
থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত সোমবার দুর্নীতির এক মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে খালাস দিয়েছে ৷
২০১৩ সালে ৬৭ লাখ ডলারের বেশি মূল্যের একটি প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে ইংলাকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল ৷ তিনি ২০১১ সাল থেকে ২০১৪ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত থাইল্যান্ড শাসন করেন ৷
ইংলাকের ভাই থাকসিন গত ফেব্রুয়ারিতে প্যারোলে মুক্তি পাওয়ার পর ক্ষমতাধর সিনাওয়াত্রা পরিবারের জন্য এ রায় সর্বশেষ আইনি সাফল্য ৷ এক সামরিক অভ্যুত্থানে থাকসিন ক্ষমতাচ্যুত হন ৷ তিনি দুইবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ৷
(সূত্র: বাসস)