আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউ) ৪ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছে সৌদি আরব ৷
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ৷
প্রতিবেদনে বলা হয়েছে, কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র বলেছে যে তারা ইউএনআরডব্লিউএ’র গাজা উপত্যকায় মানবিক ত্রাণ প্রচেষ্টা সমর্থন করবে ৷ এখানে ইসরাইল-হামাস যুদ্ধ পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে ৷ অনাহারে দিন কাটছে আড়াই লাখেরও বেশি মানুষ ৷ তাঁবুতে বসবাস করছে ২০ হাজার পরিবার ৷
এদিকে ইসরাইলের অভিযোগের ওপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক ডজনেরও বেশি পশ্চিমা দেশ ইউএনআরডব্লিউএ’র তহবিল স্থগিত করতে প্ররোচিত করেছিল ৷ এর মাধ্যমে গাজা এবং মধ্যপ্রাচ্য জুড়ে লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ অত্যাবশ্যক পরিষেবা সরবরাহ করে ৷
সূত্র: আল-জাজিরা