খবরের চোখ
সব সময়

নতুন চাকরি শুরু করলেন শবনম ফারিয়া

অভিনয়ে নিয়মিত না থাকলেও ফেসবুকে বেশ সরব শবনম ফারিয়া

0

- Advertisement -

বুলবুল আহম্মেদ (সিনিয়র রিপোর্টার):

আগের মতো অভিনয়ে খুব একটা পাওয়া যায় না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে ৷ সর্বশেষ এই অভিনেত্রীকে দেখা যায় ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য় ৷ এখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি ৷ ২০২৩ সালের শেষের দিকে মুক্তি পায় ওয়েব সিরিজটি ৷

- Advertisement -

অভিনয়ের বাইরে শবনম ফারিয়া যুক্ত হলেন একটি মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে ৷ গত ১৪ এপ্রিল থেকে তাদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ৷

ফেসবুকে এক পোস্টের মাধ্যমেও ফারিয়া জানিয়েছেন বিষয়টি ৷ অভিনয়ে নিয়মিত না থাকলেও ফেসবুকে বেশ সরব শবনম ফারিয়া ৷

কাজের বাইরেও ব্যক্তি জীবনের নানা বিষয় তিনি শেয়ার করেন এখানে ৷ যা ঘিরে হয় আলোচনা -সমালোচনাও ৷
এর আগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছিলেন ফারিয়া ৷ প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ৷ পরবর্তীতে ইভ্যালির অর্থ আত্নসাতের অভিযোগে গ্রাহকদের করা মামলায় আদালতের মুখোমুখিও হয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.