খবরের চোখ
সব সময়

চাকরি ছেড়ে দিলেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা

0

- Advertisement -

বুলবুল আহম্মেদ (সিনিয়র রিপোর্টার):

বাংলাদেশ ব্যাংকের ৫৭ জন কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন ৷ বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) অন্য চাকরিতে যোগ দেয়ার জন্য এই কর্মকর্তারা চাকরি ছেড়ে দিয়েছেন ৷

গত মঙ্গলবার (২৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয় ৷

- Advertisement -

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একজন উপপরিচালক ও একজন অফিসার ৷ বাকি ৫৫ জন সহকারী পরিচালক ৷ তাদের মধ্যে ৪৮ জনের ৪৮ জনের পদত্যাগ কার্যকর হবে আজ বৃহস্পতিবার ৷

এ ছাড়া গয় ৩১ মার্চ, ১৫ ও ১৬ এপ্রিল একজন করে, ১৮ এপ্রিল দুজন এবং ২১ এপ্রিল চারজনের পদত্যাগ কার্যকর হয়েছে ৷

চাকরি ছেড়ে যাওয়া এসব কর্মকর্তা বেশিরভাগই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন ৷
এছাড়া খুলনা ও বরিশাল অফিসে তিনজন করে, সিলেট অফিসে দুজন, মতিঝিল, চট্রগ্রাম ও রংপুর অফিসে একজন করে কর্মরত ছিলেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.