ডেস্ক রিপোর্ট:
থাইল্যান্ড সফর নিয়ে আগামী বৃহস্পতিবার (২ মে) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২ মে) সকাল ১০টায় গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে গত সোমবার (২৯ এপ্রিল) দেশে ফিরেছেন সরকার প্রধান ৷
এই সফরকে দুই দেশের সম্পর্কের একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন শেখ হাসিনা ও থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন ৷
প্রধানমন্ত্রীর সফরে ঢাকা ও ব্যাংককের মধ্যে পাঁচটি নথি সই হয় ৷ থাভিসিনের আমন্ত্রণে গত বুধবার (২৪ এপ্রিল) ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ডে যান ৷