স্টাফ রিপোর্টার:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতজানু সরকার বলেই দেশের জনগণের স্বার্থে প্রকৃতভাবে যে একটা স্ট্যান্ড নেওয়া দরকার সেটি নিতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার ৷
বৃহস্পতিবার (১৬ মে) ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷
ফখরুল বলেন, শুধু ফারাক্কা নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের ১৫৪টি নদীতে পানি দিতে তারা গড়িমসি করে যাচ্ছে ৷ এ সমস্যার সমাধান করেননি, করে যাচ্ছে না ৷
তিনি আরও বলেন, তিস্তা নদীর পানি বন্টন, এ করছি, এ হচ্ছে এমন করে সময় শেষ করছে সরকার ৷ এ যে ব্যর্থতা এর মূল কারণ হচ্ছে, সরকারে যারা আছে তারা পুরোপুরিভাবে একটা নজজানু ৷
বিএনপি মহাসচিব বলেন, ফারাক্কা দিবস মনে করে দেয় জনগণের শক্তির কাছে বড় কোনো শক্তি নেই বলেও এমন মন্তব্য করেন তিনি ৷
ফখরুল বলেন, দেশকে একটা রাষ্ট্রে পরিণত করা হয়েছে, যারা সরকারের গুনগান করে, তাদের উদ্দেশ্য হলো, এ সরকার টিকে থাকলে তাদের লুন্ঠন, পাচার অব্যাহত থাকবে ৷