খবরের চোখ
সব সময়

সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেওয়া জাতির জন্য লজ্জার: ফখরুল

0

- Advertisement -

স্টাফ রিপোর্টার:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সাবেক সেনাপ্রধানকে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা জাতির জন্য কত লজ্জার ৷ এর জন্য দায়ী কে? দায়ী সরকার ৷ তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহারের চেষ্টা করার কারণেই এ ঘটনা ঘটেছে ৷

- Advertisement -

বুধবার (২২ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ৷ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ যৌথ সভার আয়োজন করা হয় ৷

ফখরুল আরও বলেন, কী লজ্জার কথা! সাবেক সেনাপ্রধানকে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ৷ এটি জাতির জন্য কত লজ্জার! এর জন্য দায়ী কে? দায়ী সরকার ৷ তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহারের চেষ্টা করার কারণেই এ ঘটনা ঘটেছে ৷ দেশের ও দেশের বাইরে মিডিয়ায় বারবার বলা হলেও এ নিয়ে সরকার কোনো ব্যবস্থা নেয়নি ৷

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে রাজনীতিতে আমুল পরিবর্তন এনেছিলেন ৷ আমরা দৃঢ় কন্ঠে বলতে চাই, তিনিই গণতন্ত্রের সূচনা করেছিলেন ৷ বাংলাদেশের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার সূচনা শুরু করেন তিনি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.