স্টাফ রিপোর্টার:
আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই ৷ আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এটা আমি দেখতে চাই ৷ আমরা কাউকে সন্দেহ করছি না ৷ তবে বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই ৷ এমনটাই দাবি ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ৷
বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এ চাওয়ার কথা জানান তিনি ৷
মুমতারিন ফেরদৌস ডরিন সাংবাদিকদের বলেন, আমার সাথে সর্বশেষ বাবার ভিডিও কলে কথা হয় ৷ তিনি বলেছিলেন, আম্মু আমি ভারতে যাচ্ছি ৷ দু-একদিনের চলে আসবো ৷ তোমার দাঁতের যত্ন নিও ৷ তোমার দাঁতে সমস্যা ৷ আমি ইন্ডিয়া থেকে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব ৷ তুমি থাকো, আমি আসতেছি ৷ এ কথা বলে গেছে ৷ এরপরে আর কথা হয়নি ৷
ডরিন আরও বলেন, আমি এখনই কাউকে সন্দেহ করছি না ৷ তবে কারা আমি দেখতে চাই ৷ এরপর আমি বলবো ৷ যাদেরকে ধরা হয়েছে এবং যাদের ধরার পরিকল্পনা হচ্ছে, তাদেরকে ধরতেও আমি সহযোগিতা চাচ্ছি ৷ তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বের হয়ে আসবে ৷
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুমতারিন ফেরদৌস বলেন, আটকদের আমি চিনি না৷ কিন্তু আমি চিনতে চাই ৷ হারুন স্যারকে (ডিবি প্রধান) আমি বলে এসেছি, আপনি আইডেন্টিটিফাই (শনাক্ত) করেন ৷
আমাকে চেনান তারা কারা? আমি তাদের চিনতে চাই ৷ আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই ৷ কারা আমাকে এভাবে এতিম করে দিল?