খবরের চোখ
সব সময়

খাদ্য মজুত থাকলে রিজার্ভ চিন্তার বিষয় না: প্রধানমন্ত্রী

0

- Advertisement -

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আপদকালীন সময়ের খাদ্য মজুত থাকলে রিজার্ভ নিয়ে চিন্তা কোনো বিষয় না ৷

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন ৷

- Advertisement -

প্রধানমন্ত্রী বলেন, মুদ্রাস্ফীতি শুধু বাংলাদেশ না, আমেরিকার অর্থনৈতিক রিপোর্ট দেখলাম সেখানেও মুদ্রাস্ফীতি বিরাট সমস্যা ৷ অনেক দেশের রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও ৷

সরকার প্রধান বলেন, করোনার সময় ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ, আমদানি-রপ্তানি সব বন্ধ ছিল, তখন বাইরে থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে পারেনি, তাই টাকাটা ব্যাংকের মাধ্যমে এসেছে, তাই আমাদের রিজার্ভটা বেড়ে গিয়েছিল ৷ তারপর যখন সবকিছু চালু হলো তখন খরচ হবেই ৷

শেখ হাসিনা বলেন, আপদকালীন সময়ের খাদ্য মজুত থাকলে রিজার্ভ নিয়ে চিন্তা কোনো বিষয় না ৷ রিজার্ভ বলতে মানুষকে এত সচেতন করে দিয়েছি, সবাই রিজার্ভ নিয়ে কথা বলে, জিডিপি নিয়ে কথা বলে, এটা ভালো লক্ষ্মণ ৷

তিনি আরও বলেন, এখন মুদ্রাস্ফীতি কমাতে পারলে মানুষের স্বস্তি হতো৷ উৎপাদন যথেষ্ট হচ্ছে ৷ কোন অভাব নেই দেশে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.