আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ গাজার রাফাহ এলাকা থেকে তেল আবিবে রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৷ ইসরায়েলে সেনারা জানিয়েছে, এখন পর্যন্ত ৮টি রকেট ছোড়া হয়েছে ৷
রবিবার (২৬ মে) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের লাইভ আপডেট প্রোগ্রামে এ তথ্য জানিয়েছে ৷
ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, রাফাহ এলাকা থেকে মধ্য ইসরায়েলে ৮টি রকেট ছোড়া হয়েছে ৷
তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটিকে বাধাও দিয়েছে ৷ রকেট হামলা হওয়ায় মধ্য ইসরায়েলের একাধিক শহরে সাইরেন বেজে ওঠে ৷
হামাসের সামরিক শাখা হামলার বিষয়টি নিশ্চিত করেছে ৷