ডেস্ক রিপোর্ট:
আগামীকাল বুধবার (১৯ জুন) থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে অফিস আদালত ৷ দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা বুধবার থেকেই তাদের নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘন্টা অফিস করতে হবে ৷
ঈদের আগে গত ০৩ জুন মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল ৷
বিষয়টি মন্ত্রিপরিষদ সচিব মাহবুবুর রহমান গণমাধ্যমে জানিয়েছিলেন ৷
উল্লেখ্য, বাংলাদেশে স্বাভাবিক সময়ে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৷ কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয় ৷