আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন বলেই তিনি সুস্থ আছেন ৷
সোমবার (২৬ জুন) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন ৷
আইনমন্ত্রী বলেন, আমি এইটুকু বলব যে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার যেই চিকিৎসা দরকার, তিনি সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন ৷ তার যেসব অসুখ আছে, সেগুলোর মধ্যে কয়েকটা আছে যেগুলো সারার মতো না এবং সেটাকে ট্রিটমেন্ট করে কমিয়ে রাখতে হবে ৷ সেটা করা হচ্ছে ৷
তিনি বলেন, গতকাল বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার পেসমেকার লাগানো হয়েছে এবং সেই পেসমেকারে তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন বলে আমি খবর পেয়েছি ৷
আনিসুল হক বলেন, যখন এখানকার চিকিৎসকরা মনে করেছিলেন বাইরে থেকে চিকিৎসক এনে তার কিছু চিকিৎসা করতে হবে, তখন সরকার কিন্তু সেই অনুমতি দিতে কার্পণ্য করেনি ৷ আমি তখনো সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছি ৷ যারা এই কথা বলেছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যকর করছেন ৷