রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৷
আজ মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তিনি বাসার উদ্দেশে রওয়ানা দেন বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ৷
উল্লেখ্য, গত ২২ জুন শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়ায় রাত সাড়ে ৩ টায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে ৷ এরপর নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পেসমেকার বসানো হয় ৷