আদালত প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শপথের বৈধতা দিয়েছে সুপ্রিমকোর্ট ৷ সুপ্রিম কোর্টের নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান গণমাধ্যমে জানিয়েছেন, তাকে এ ব্যাপারে অবগত করা হয়েছে ৷
তবে এখনো আদেশটি দেখেননি এবং আদেশ না দেখে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতাও জানান তিনি ৷
শুক্রবার এই রুলিং জারি করে সুপ্রিম কোর্ট ৷ এর আগে শপথের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ৷
তারই পরিপ্রেক্ষিতে রুলিং দিয়ে দুর্যোগ মুহুর্তে মধ্যবর্তী সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছে আপিল বিভাগ ৷
সূত্র: বিবিসি
খবরের চোখ/ঢাকা/আগস্ট ২০২৪