ডেস্ক রিপোর্ট:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে চালু হচ্ছে মেট্রোরেল ৷
শনিবার (২৪ আগস্ট) ট্রায়াল রান শেষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্ল পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ৷
কোটা সংস্কার আন্দোলনের ফলে গত ১৮ জুলাই বিকেলে মেট্রোরেল বন্ধ হয় ৷ পরেরদিন মিরপুর -১০ এবং কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয় ৷ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কাজীপাড়া এবং মিরপুর -১০ মেট্রোরেল স্টেশনে আপাতত থামবে না এবং যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকবে ৷
রাত ৮টা ৫০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনসমূহের সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে ৷
খবরের চোখ/আগস্ট ২০২৪