গুম থেকে দেশের নাগরিকদের রক্ষায় জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ৷
বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনুস আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পার্সনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন ৷
এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা ৷
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক সেপ্টেম্বরে ঢাকা সফর করতে পারেন ৷ সেই সফর সামনে রেখে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবসের একদিন আগে এই চুক্তিটি স্বাক্ষর হলো ৷
এর আগে, গত মঙ্গলবার (২৭ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে যতগুলো গুমের ঘটনা ঘটিয়েছে তা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয় ৷ (ছবি: সংগৃহীত)
খবরের চোখ/আগস্ট ২০২৪