তুমি তবে নদী হও।
সূর্য হাসে তোমার বুকে,
রোদ ছুয়ে যায় নির্বাসনে।
আলতো করে হাওয়ায়
শীতল চাদরে,
মায়ার আদরে,
মাতাল দোলায়,
স্বপ্নের পৃথিবীতে নিয়ে যাও।
পথিক তোমার মাঝে তারেই
খোঁজে আনমনে,
খুব নিবিড়ে, তোমার শতেক শাখায় আকাশ ভাসে ভালোবাসায়।
মেঘের মেয়ে তোমার সুরে
মিশে যায় তোমার বুকে,
খুব নিশীথের
কাজল কালো চোখে,
মৌনতার সাজে নীরব লাজে।
কথা আর কবিতার পঙক্তিরা একদম চুপ,
তুমি তবে নদী হও।