আফরোজা ইকরাম:
সে বড় স্বপ্নের, জাগরণের সময়
আবেগের ভেতরের আবেগের
টানাপোড়েনের গল্প পেরিয়ে
সীমানা থেকে সীমানা পেরিয়ে এসে প্রাণের স্পন্দন
স্পন্দনের ভেতরে প্রাণ।
সাঁকো পার হয়ে কফিলের ভাঙা পুল
পুলের ভেতর পুলের রেলিং
পুলের পরে আকাশ ভেঙে রোদ্দুর
আদুরে ছোট্ট পুকুর
পুকুরের ভেতরে লাল পাড়
লাল পাড়ের পরে পৃথিবীর মায়া
মায়ার মোহনজালে এক গোলকধাঁধা,
গোলকধাঁধার ভেতর আগুনে পুড়ে যাওয়া মুখ,
মুখের ভেতরে মুখ
আর একজোড়া নীড়ে ফেরার পথের দিশা।
নির্মোহ এক জোড়া চোখ
চোখের ভেতরে চোখ
আর তাতে এক চিমটে জল
যেন সমুদ্রের ঢেউ,
হাতছানি দিয়ে ডাকছে কেউ ৷
খবরের চোখ/ঢাকা/ডিসেম্বর ২০২৪