খবরের চোখ
সব সময়

বিকেলে ঘোষণা করা হবে এলপিজির নতুন দাম

0

- Advertisement -

অর্থ ও বাণিজ্য প্রতিবেদক:

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজির নতুন দাম আজ রোববার (৩ মার্চ) ঘোষণা করা হবে ৷ এক মাসের জন্য তলপ নতুন দাম বিকেল ৩টায় ঘোষণা করা হবে ৷

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷

- Advertisement -

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে

এর আগে গত ৪ ফেব্রুয়ারি ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম ৷ ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয় ৷ আর গত ২ জানুয়ারি ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ২৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি ৷

একইসঙ্গে ফেব্রুয়ারিতে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি ৷ ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬৭ থেকে ৬৮ পয়সা ৷ আর গত জানুয়ারি মাসে যা মূসকসহ নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ৬৫ টাকা ৬৭ পয়সা ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.