খবরের চোখ
সব সময়

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল

0

- Advertisement -

স্টাফ রিপোর্টার:

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৷ তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম আছেন ৷

সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে আটটায় সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল ৷

- Advertisement -

চিকিৎসা শেষে আগামী ১৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তার ৷

সাড়ে তিন মাস কারাগারে থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান বিএনপি মহাসচিব ৷ তবে কারাগারে থাকার সময় তার প্রায় ছয় কেজি ওজন কমে যায় বলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান ৷

এরপর শারীরিক চেক আপের জন্য ১৭ ফেব্রুয়ারি শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখান মির্জা ফখরুল ৷ সর্বশেষ গত বছরের ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন ফখরুল ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.